ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অজিদের বিপক্ষে রানের বিশ্ব রেকর্ড ইংলিশদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১১:০৮, ২০ জুন ২০১৮

সফরকারি অজিদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের নটিংহামের টেন্টব্রিজে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্টেলিয়া।

ব্যাটে নেমে জনি ব্যারিস্টো ও অ্যালেক্স হ্যালিসের শতকে ভর করে ৪৮১ রানের পাহাড় দাঁড় করায় ইংলিশরা। এই রান সংগ্রহ করতে তারা হারায় ৬টি উইকেট।

ইংলিশ করা এই রান ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান। এর আগেও ইংল্যান্ডের দখলে ছিল সর্বোচ্চ রানরে রেকর্ড। তারা পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই করেছিলো ৪৪৪ রান।

সিরিজে টিকে থাকতে হলে ম্যাচে অবশ্যই জিততে হবে অজিদের-এমন সমীকরণের মুখে দাঁড়িয়ে ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নামবে একটু পরেই।

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে অস্টেলিয়া।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি