ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অবসরের ঘোষণা দিলেন আজমল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৭, ১৪ নভেম্বর ২০১৭

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি অফ-স্পিনার সাঈদ আজমল। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ানডে ও টি-টোয়েন্টির সাবেক বিশ্বসেরা এ বোলার।

সাঈদ আজমল বলেন, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ আমার শেষ টুর্নামেন্ট। আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তোষ্ট। জীবনে যে লক্ষ্য স্থির করেছিলাম সে লক্ষ্যে আমি পৌঁছতে পেরেছি, দলের জয়ে অবদান রেখেছি।

২০০৮ সালে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আজমলের। এরপর নিজের স্পিন জাদুতে কুপোকাত করেছেন বিশ্বের বাঘাবাঘা সব ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানদের কাছে তিনি হয়ে উঠেছিলেন মূর্তমান এক আতঙ্ক।

তবে ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন আজমল। ২০১৫ সালে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও বোলিংয়ে আগের সেই ধার দেখাতে পারেননি তিনি।

সাঈদ আজমলের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৪৪৭। খেলোয়াড়ি পেশাকে বিদায় বললেও ক্রিকেট থেকে একেবারে সরে যাচ্ছেন না আজমল। আগামী পিএসএল দিয়ে কোচ হিসেবে অভিষেক হচ্ছে তার। ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এম আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি