ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আগুনে পুড়ল বস্তির ৮ হাজার ঘর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২৩, ১২ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরে ইলিয়াস আলী মোল্লার বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় ৮ হাজার ঘর। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন। সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আহাজারী করছেন বস্তির বাসিন্দারা।

মিরপুর ১২ নম্বর সেক্টরে প্রায় ৭০ বিঘা জমির ওপর ইলিয়াস আলী মোল্লার বস্তিতে আগুন লাগে গেলোরাত সাড়ে ৩টার দিকে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে।

প্রথমে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে যোগ দেয় ২০টিরও বেশি ইউনিট।

প্রায় আট হাজার টিনের ঘরের এই বস্তিতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার। সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নীচে আহাজারী করছেন এসব বাসিন্দারা।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে নেভানোর সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছেন।

তবে বস্তিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি