ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আতর, টুপি আর জায়নামাজ কিনতে ক্রেতারা ব্যস্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৪ জুন ২০১৮

ঈদের আগে শেষ দিকে রাজধানীর ক্রেতারা ব্যস্ত আতর, টুপি আর জায়নামাজ কিনতে। বিভিন্ন দোকান ঘুরে পছন্দের আতর আর পোশাকের সাথে মানানসই টুপি কিনে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানালেন, রোজার প্রথম দিকে বেচা-কেনা কম হলেও শেষ দিকে ক্রেতার ঢল নেমেছে।

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। শেষ দিকে বেড়েছে আতর, টুপি আর জায়নামাজের কদর। ক্রেতারা ছুটছেন দোকানে দোকানে।

থরে থরে সাজিয়ে রাখা আতরের মধ্য থেকে পছন্দ অনুযায়ি কিনে নিচ্ছেন ক্রেতারা।

কস্তুরি আতর প্রতি তিন মিলিগ্রাম মিলছে ৩শ’ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে। এছাড়াও রয়েছে আরাইস, রেজওয়ান, জাহি, কোরাইসিসহ নানা প্রকারের আতর। যার প্রতি তিন মিলিগ্রামের মূল্য একশ’ টাকা থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত।

ঈদের জন্য পছন্দের আতর কিনতে পেরে খুশি ক্রেতারা।

আর বিক্রেতারা জানালেন, অন্য বছরের তুলনায় এবার বেচাকেনা তুলনামূলক বেশি।

জায়নামাজ, টুপি, তসবিহ, সুরমাসহ অন্যান্য সামগ্রীও কিনছেন ক্রেতারা। দেশি-বিদেশী টুপি প্রকার ভেদে ৫০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

জায়নামাজ বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি