ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ইসরায়েল থেকে ক্ষেপনাস্ত্র কেনার চুক্তি বাতিল ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১৫, ৫ জানুয়ারি ২০১৮

ইসরায়েলের সঙ্গে ৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে ভারত। ভারত নিজেই ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে পারে, এমন সম্ভাবনায় দেশটির সঙ্গে ক্ষেপনাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে দিল্লী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নয়াদিল্লি সফরের আগে চুক্তিটি বাতিল করেছে ভারত সরকার।

জানা যায়, ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের সঙ্গে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছিল ভারত। কিছুদিন ধরেই চুক্তিটি ভারত বাতিল করতে যাচ্ছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গত মঙ্গলবার ভারত চুক্তিটি বাতিল করেছে বলে জানিয়েছে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের এক মুখপাত্র।

ইসরায়েলি কোম্পানির তরফ থেকে জানানা হয়েছে, গত ২ জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি বাতিল করেছে। চুক্তি বাতিলে হাতাশা প্রকাশ করে রাফায়েল বলেছে, ভারতের এমন সিদ্ধান্তে আমরা হতাশ।

বিশ্লেষকরা ধারণা করছেন, গুরুত্বপূর্ণ চুক্তিটি বাতিলের কারণে উভয় দেশের পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইন্দো-ইসরায়েল চেম্বার্স অব কমার্স-এর ভাইস চেয়ারম্যান ডেভিড কেইনান বলেছেন, এতে শুধু প্রতিরক্ষা খাতে নয়, দুই দেশের মধ্যকার সার্বিক বাণিজ্যে প্রভাব পড়বে।

এদিকে ক্ষেপনাস্ত্র কেনার চুক্তি বাতিল করলেও আকাশে নিক্ষেপযোগ্য ‘বারাক’ ক্ষেপণাস্ত্র কিনবে ভারত; যার দাম ৭ কোটি ডলার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি