ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৫ মে ২০১৮ | আপডেট: ১৪:১৬, ১৫ মে ২০১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালায় অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া ও তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও তাহের আহমেদ এবং সিনারগন ইন্টেলিসিস লিমিটেড-এর চেয়ারম্যান মারুফ আলম সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ইসলামী ব্যাংকের সেবাকে আরও উন্নত করতে ব্যাংকের কর্মকর্তাদেরকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তিনি প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি