ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন সাড়ে ৫২ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩১, ৮ আগস্ট ২০১৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা সম্মানি ও উৎসব ভাতা পাবেন। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানি ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতাসহ মোট সাড়ে ৫২ হাজার টাকা প্রত্যেকে পাবেন।

আজ মন্ত্রীর অফিসে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধাদের বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান ও মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি