ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

উ. কোরিয়ার অর্থনীতিকে পুননির্মাণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১২ মে ২০১৮

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র থেকে বের হয়ে আসলে তাদের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, আমরা সেই  লক্ষ্যে বন্ধু দেশ দক্ষিণ কোরিয়াকে নিয়ে উত্তর কোরিয়ার সাথে আলোচনা করছি।

মাইক পম্পেও সাংবাদিকদের বলেন, যদি উত্তর কোরিয়ার নেতা কিম সঠিক পথটি বেছে নেন তাহলে উত্তর কোরিয়ার মানুষের ভবিষ্যত শান্তিপূর্ণ হবে। তাদের জন্য এক বিশাল দরজা খুলে যাবে। অর্থনীতির দিক থেকে তাদের উন্নতি ঘটবে।     

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের বৈঠকের কথা রয়েছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ আলাপ-আলোচনা আশা করছে বিশ্ব।

ট্রাম্প-কিম বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব তাদের বৈঠকে নতুন মোড় নেবে বলে আশা করছে রাজনীতি বিশ্লেষকরা।  

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি