ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

কাঁদলেন মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৫০, ৯ জুলাই ২০১৭

বক্তব্য দিতে গিয়ে দলের নেতাকর্মীদের দু:খ-কষ্টের কথা স্মরণ করে আবারও চোখের পানি ফেলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অশ্রুসিক্ত নয়নে ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পরে আমি এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। জেনেছিলাম, আপনারা অনেক কষ্টের মধ্যে দিনযাপন করছেন। আপনারা কেউ ঘরে থাকতে পারেননি।

শীতের মধ্যে আপনারা ধানক্ষেতে অথবা বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছেন। এখনও এ কষ্টের শেষ হয়নি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি মাঝে মাঝে একটু আবেগাপ্লুত হয়ে পড়ি।

এর আগে গত বছরের অগাস্টে ঢাকায় এক আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের অবস্থা বর্ণনার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব।

তখন তিনি বলেছিলেন, রোজ  গাড়িতে আসি, যানজটে গাড়ি থামলে দেখি সব ইয়াং ছেলে-পেলে ছুটে আসে। বলে, স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এতো মামলার ভারে পালিয়ে চলে এসেছি ঢাকায়, এখন এখানে হকারি করছি। রিকশা চালায় আমাদের ছেলেরা, বলেই কেঁদে ফেলেন ফখরুল।

ঠাকুরগাঁওয়ে এই অনুষ্ঠানে বক্তব্যে সরকারের বিরুদ্ধে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

//এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি