ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কুষ্টিয়ায় আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৫, ১৪ আগস্ট ২০১৭

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে সদর মডেল থানা।

শনিবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন হোসেন হাওলাদার (৪০), ফরিদ হাওলাদার (৩৫), সেন্টু আকন্দ (৩৫), খোকন সর্দার (৪০), বাচ্চু মাঝি (৫৯) ও সিরাজ মিয়া (৫০)। তাদের মধ্যে তিনজনের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়, দুজনের বাগেরহাটের শরণখোলা ও একজনের মানিকগঞ্জ বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হাউজিং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। তখন পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয় ডাকাতকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি গুলি ও দেশি কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ডাকাতির করার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি