ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

কেন ছেলেরা বেশি টাক হয়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২ ডিসেম্বর ২০১৭

বর্তমান সময়ে টাক সমস্যা প্রকট আকার ধরণ করেছে এক্ষেত্রে নারীদের তুলনায় বেশি ভুগছেন ছেলেরা কারণে অনেকেই যে বিড়ম্বনায় পরেছেন তা অস্বীকর করা যায় না এই টাক অনেকের সৌন্দর্যে ব্যাঘাত ঘটালেও, অনেকেই আবার এই টাককেই ফ্যাশনের তালিকায় ফেলে দিয়েছেন

তারপরও মানুষের সৌন্দর্যে চুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এ সমস্যা ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?

ক্রোমোজোমেই রয়েছে এই প্রশ্নের উত্তর৷ ছেলেদের এই টাকের জন্য  অ্যান্ড্রোজেন এবং ওয়াই ক্রোমোজোম দায়ী ৷ অ্যান্ড্রোজেন হরমোন আসলে পুরুষের বংশগতি ও প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এদিকে মেয়েদের দেহে ওয়াই ক্রোমোজোমের অস্তিত্বই নেই৷ তাই টাক পড়ার সম্ভাবনাও তেমন নেই৷ এতে ছেলেদেরকেই এই বিড়ম্বনার শিকার হতে হয়৷

এছাড়াও প্রোটিনের অভাবে, বংশগত কারণে, মানসিক চাপ, অ্যানিমিয়া, হাইপোথাইরইডিজম, ভিটামিন বি-এর অভাব, হঠাৎ করে ওজন কমলে, কেমোথেরাপি, বয়স হলে, চুলের ওপর অতিরিক্তমাত্রায় স্টাইল করতে গিয়ে ক্ষতিকারক রাসাযনিক ব্যবহার করলে, অথবা প্রেগন্যান্সি৷ এদের মধ্যে বেশ কিছু কারণ ক্ষতিগ্রস্ত করে মেয়েদের চুলও৷  তাই চুলের যত্ন নিন এখন থেকেই৷

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

 

এম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি