ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কোটা আন্দোলন কর্মী মশিউরের মুক্তির দাবিতে শ্রেণিকক্ষে তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১১ জুলাই ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মী মশিউর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে তার সহপাঠীরা ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের কয়েকটি শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দিয়েছে।

আজ বুধবার সকালে সামাজিক বিজ্ঞান ভবনের ৫১৪, ৫১৫, ৫১৬, ৫১৭ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী রোববারের মধ্যে মশিউরের মুক্তি না হলে আবার রাস্তায় নামার পরিকল্পনার কথাও জানান।

এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ৩০ জুন সূর্যসেন হল থেকে মশিউরকে পুলিশে সোপর্দ করে। পুলিশ প্রথমে সেটা অস্বীকার করলেও পরে তাকে গ্রেপ্তারের কথা জানায়। এরপর মশিউরের সহপাঠীরা ৫ জুলাই অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “মশিউর আমাদের বন্ধু। অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে আমরা ক্লাস বর্জন করছি। আজ সকালে এসে ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে আমাদের বিভাগের শিক্ষার্থীরা। রোববারের মধ্যে তাকে মুক্তি না দিলে আবার হয়তো রাস্তায় নামব আমরা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি