ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কয়েক ঘণ্টা পরেই রাশিয়া কাপের জমকালো উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ১৪ জুন ২০১৮

আর কয়েক ঘণ্টা পরেই ফিফা বিশ্বকাপ ২০১৮ শুরু হচ্ছে। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৮০ হাজার দর্শক ধারণক্ষম রাশিয়ার লুঝিনিকি স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠানটি। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। তার আধঘণ্টা (রাত ৮.৩০ মিনিটে) আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মাঠে থাকবেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। এছাড়া অন্যান্য দেশের ফুটবল ফেডারেশনের সভাপতিরা উপস্থিত থাকবেন রাশিয়া বিশ্বকাপ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া এবং অনান্য দেশের সাংস্কৃতিক এতিহ্য নিয়ে প্রায় ৫০০ নৃত্যশিল্পী এবং ব্যায়ামবিদ পারফর্ম করবেন। এছাড়া ইংল্যান্ডের অন্যতম সেরা সংগীত শিল্পী রবি উইলিয়ামের অনান্য বিদেশি পারফর্মদের সঙ্গে পারফর্ম করার কথা আছে। বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে বাংলাদেশ টেভিলিশন এবং মাছরাঙা টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে। এছাড়া সনি ইএসপিএন দেখাবে উদ্বোধনী অনুষ্ঠান।

এরপর মাঠে নামবে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন ব্রাজিলের রোনালদো। থাকবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। লুঝিনিকির পাশাপাশি মস্কোর রেড স্কয়ারে আরও একটি কনসার্ট হওয়ার কথা আছে। সেখানেও কিছু বড় বড় তারকারা পারফর্ম করবেন।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি