ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গণভবনে বিমান হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন সাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩৬, ৯ নভেম্বর ২০১৭

বাংলাদেশ বিমানের সহকারি-পাইলট সাব্বির ইমাম প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

বুধবার সাত দিনের রিমান্ড শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শারাফুজ্জামান এর আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি। তার স্বীকারোক্তি রেকর্ড করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিমানের ফার্স্ট অফিসার সাব্বির ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় গত ৩০ অক্টোবর। এরপর ৩১ অক্টোবর তাদেরকে ৭দিনের রিমান্ডে পাঠানো হয়। সাব্বিবের মাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, সাব্বির জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং নিহত সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহর সহযোগী।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি