ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন এমডি ও সিইও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন মো. গোলাম ফারুক। ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে তিনি গতকাল এ পদে যোগদান করেছেন।

এর আগে তিনি এ ব্যাংকেরই জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। চাকুরিজীবনে তিনি জনতা ভবন কর্পোরেট, লোকাল অফিস, ঢাকাসহ বিভিন্ন কর্পোরেট শাখা এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের শাখাসমূহে বিশ বৎসরাধিকাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। বিগত তিন দশকের চাকুরিজীবনে কর্পোরেট ব্যাংকিং বিশেষত ঋণ, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং তহবিল ব্যবস্থাপনা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া ব্যাংকের নিরীক্ষণ ও করপোরেট কাঠামো গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন। গোলাম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বরিশাল শহরের সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি