ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ছেলে আর্জেন্টিনার বিপক্ষে নামছেন, অন্যদিকে বাবা হলেন অপহৃত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৩, ৪ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার কাছেই হেরে বিদায় নিতে হলো নাইজেরিয়াকে। নাইজেরিয়ার করুণ এই বিদায়ের দিনে ঘটেছিল অরেকটি হৃদয়বিদারক ঘটনা। সেই ঘটনাকে কানে নিয়েই মাঠে নেমেছিল অধিনায়ক ওবি মিকেল। গত ২৬ জুনের ওই ম্যাচের ৪ ঘণ্টা আগে মিকেল খবর পেয়েছিলেন, তার বাবাকে অপহরণ করা হয়েছে! হাজার মাইল দূর থেকে কিছুই করার ছিল না মিকেলের। শুধু দেশের হয়ে মাঠে নেমেছেন খেলতে। 

বন্দুকের নলের মুখে মিকেলের বাবাকে অপহরণ করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশ পুলিশের মুখপাত্র এবরে আমারাইজু বলেন, `সুপার ঈগলস অধিনায়কের পিতা মিখায়েল ওবিকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তিনি বলেন, বন্দুকের নলের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া সিনিয়র ওবিকে তারা খুব বেশী অত্যাচার করেনি। শুধুমাত্র প্রবল বর্ষণের মধ্যে খালি পায়ে ৫ কিলোমিটার পথ হাটতে বাধ্য করেছে।`

তবে এমনি এমনিতেই মিকেলের ষাটোর্ধ পিতাকে ছাড়েনি অপহরণকারীরা। এজন্য ঈগল অধিনায়ককে ১০ মিলিয়ন নাইরা (প্রায় ২৮ হাজার মার্কিন ডলার) পরিশোধ করতে হয়েছে। দক্ষিণ নাইজেরিয়ায় বিশিষ্ট ব্যক্তি ও ধনী ব্যক্তিদের অপহরণের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। মুক্তিপণের বিনিময়ে প্রায়ই তাদের অক্ষত ছেড়ে দেয়া হয়।

এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি উল্লেখ করে পুলিশের ওই মুখপাত্র বলেন, `পুলিশ অপহরণকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে। এর আগে ২০১১ সালে জস শহর থেকে আরেকবার অপহৃত হয়েছিলেন সিনিয়র ওবি।`

এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি