ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে বাড়ি ঘেরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৯ অক্টোবর ২০১৭

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ার ওই বাড়িটি রোববার মধ্যরাত থেকে ঘিরে রাখা হয়েছে।

সোয়াতের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ওই বাড়ির মালিক ও যশোর জেলা স্কুলের শিক্ষক হায়দার আলি জানান, তার বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকে। তিনি পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। রবিবার দিবাগত রাত ৪টার দিকে তিনি তার আত্বীয়ের কাছ থেকে জানতে পারেন, জঙ্গি আস্তানা সন্দেহে তার বাড়িটি  ঘিরে রাখা হয়েছে।

হায়দার আলি বলেন, যতটুকু জানতে পেরেছি বাড়ির পশ্চিম পাশের ভাড়াটিয়া মশিউর রহমান ও তার পরিবারকে সন্দেহ করছে পুলিশ। মশিউর রহমান তার স্ত্রী ও ৩ সন্তান নিয়ে সেখানে ভাড়া থাকেন। তিনি একটি হার্বাল কোম্পানিতে চাকরি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান গণমাধ্যমকে জানান, সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। তাদের ধারণা এই বাড়িতে জঙ্গি অবস্থান করছে।

 

/আর/এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি