ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঢাবিতে মেরিন ইকো-সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৪:৩৪, ১৪ জুন ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সাসন্টেইনেবল ম্যানেজম্যান্ট অব মেরিন ইকোসিস্টেম অ্যান্ড অ্যাসিডিফিকেশন মনিটারেং”  শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান। তিনি বলেন, মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তরুণ প্রজন্ম তথা সাধারণ মানুষের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের তরুণ কর্মকর্তাদের মূল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ২৫জন তরুণ কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি