ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তাঁত ব্যবসা করে স্বাবলম্বী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৮ মে ২০১৮

আফজাল হোসেন লাভলু। অভাব অনটনে লেখাপড়া করতে না পারলেও সততা, নিষ্ঠা ও পরিশ্রমের ফলে এখন তিনি সফল তাঁত ব্যবসায়ী। দেশের পাশাপাশি ভারতীয় বাজারেও রয়েছে তার তৈরী শাড়ির ব্যাপক চাহিদা। এছাড়া, অসহায় বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রেখে চলেছেন তিনি। ইতোমধ্যে অর্জন করেছেন জাতীয় কারুশিল্পী পদক।

পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা অনাহারেই সময় কাটতো মেধাবী কিশোর আফজাল হোসেন লাভলুর। অর্থের অভাবে লেখা-পড়ায়ও খুব একটা অগ্রসর হতে পারেননি তিনি।

তবে অভাব-অনটন দমাতে পারেনি লাভলুকে। তাঁতের সুতি শাড়ীতে দক্ষতার সঙ্গে আধুনিকতার মিশেলে এনেছেন নিজেস্ব বৈচিত্র। আর এই বৈচিত্রই তাকে দিয়েছে খ্যাতী, এখন তিনি দেশের অন্যতম তাঁত ব্যবসায়ী। ৬টি দিয়ে শুরু করা লাভলুর তাঁতের সংখ্যা এখন আড়াইশ।

দেশে প্রথম ঝর্না শেড শাড়ীর জনক লাভলুর তাঁতে প্রতিদিন তৈরী হয় প্রায় ৩ হাজার শাড়ী। দেশের গন্ডি ছাড়িয়ে ভারতেও বেশ সমাদৃত এই শাড়ী।

এছাড়া লাভলুর তাঁতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই।

শুধু ভারত নয়, বিশ্ববাজারে তাঁতের শাড়ীর প্রসারে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন জাতীয় কারুশিল্পী পদক প্রাপ্ত আফজাল হোসেন লাভলু।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি