ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

তালুকদার আব্দুল খালেকের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১১ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৮:৪৫, ১১ এপ্রিল ২০১৮

জাতীয় সংসদের বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
গতকাল মঙ্গলবার সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্য প্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী সংসদকে তাঁর পদত্যাগের বিষয় অবহিত করেন।
স্পিকার জানান, মঙ্গলবার অপরাহ্নে তালুকদার আবদুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী নিজে উপস্থিত হয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পেশ করেছেন। স্পিকার তাঁর এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সংসদকে জানান।
স্পিকার আরও জানান, পদত্যাগপত্র গ্রহণ করায় বিধি অনুযায়ী তাঁর সংসদীয় আসন ৯৭ বাগেরহাট-৩ আজ অপরাহ্ন থেকে শূন্য হয়েছে।
উল্লেখ্য, তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি