ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

থাই ফুটবলারদের উদ্ধার অভিযান নিয়ে চলচ্চিত্র, গুহা হচ্ছে যাদুঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১২ জুলাই ২০১৮

থাইল্যান্ডের ১০ কিলোমিটার লম্বা গুহাটিকে অবশেষে যাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিপজ্জনক ওই অভিযানকে ঘিরে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে হলিউডের পরিচালকেরা।

দুই সপ্তাহ অন্ধকার মরণকূপে আটকে থেকে জীবনের সঙ্গে কীভাবে লড়াই করেছে ওই কিশোর ফুটবলাররা সেই চিত্র চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হবে। এ ছাড়া তাদের উদ্ধারে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ডুবুরিরা কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে তারও চিত্র উঠে আসবে ওই চলচ্চিত্রে।

এদিকে উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই গুহটিকে যাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই যাদুঘরের মধ্যে ধেকানো হবে, কীভাবে তাদের উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি খুব আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটকদের কাছে।

ইতোমধ্যে দুটি কোম্পানি ওই উদ্ধার অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে। উদ্ধারকারীসহ ওই ঘটনায় আটকাপড়াদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি