ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১০ আগস্ট ২০১৮

ঢাকার সাভারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আশরাফ গাজী (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে চালকের সহকারীসহ অন্তত দুই জন। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক আশরাফ গাজী বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারন্নী চরপাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি মাছ ভর্তি ট্রাক নিয়ে সাভার থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয় ট্রাক চালক আশরাফ গাজী। সকাল সাড়ে আটটার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মাছ ভর্তি ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক আশরাফ গাজী মারা যান। এঘটনায় গরুতর আহত অবস্থায় চালকের সহকারীসহ দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত ট্রাক চালকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এমএইচ/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি