ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুদকের নতুন সশস্ত্র ইউনিটের যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪৬, ৭ সেপ্টেম্বর ২০১৭

দুর্নীতিবাজদের গ্রেফতার বেগবান করতে নতুন সশস্ত্র ইউনিট গঠন করল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০ সদস্যের এ সশস্ত্র টিম সারাদেশে অভিযান পরিচালনা করবে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সশস্ত্র ইউনিটের উদ্বোধন করা হয়। নতুন এ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মুনীর চৌধুরী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ইউনিটের কাজ হবে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা। দুদকের যে টিমটি গ্রেফতার, জিজ্ঞাসাবাদ ও আটক অভিযানে যাবেন তাদেরকে নিরাপত্তা দেয়াও হবে এ টিমটির কাজ। তবে এ টিম গ্রেফতার অভিযানও চালাতে পারবে। ইউনিটটি সারাদেশেই বিচরণ করবে।

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্তদের গ্রেফতার কার্যক্রম বেগবান করতে দুদক অনেক আগেই এ ধরনের একটি ইউনিট গঠনের পরিকল্পনা করেছিল। সে পরিকল্পনার আলোকে আজ (বৃহস্পতিবার) ইউনিটটি যাত্রা শুরু করল। নিরাপত্তায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা যায় ঠিক সে রকমই অস্ত্রশস্ত্র ব্যবহার করবে ইউনিটটির সদস্যরা।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি