ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুক ছাত্রলীগ : ইসহাক আলী খান পান্না

প্রকাশিত : ১৫:৫১, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:০২, ৪ জানুয়ারি ২০১৮

ছাত্রলীগের এখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা উচিত বলে মনে করছেন সংগঠনটির সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী খান পান্না।

সংগঠনটির সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে একুশে টেলিভিশন অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক আলী খান পান্না এসব কথা বলেন।

ছাত্রলীগের অতীত রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে পান্না বলেন, আমরা যখন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। ক্যাম্পাসগুলোতে জামায়াত- শিবিরের সন্ত্রাসী কার্যকলাপ ছিল। বিএনপির শাসনে দেশবাসী অতিষ্ট ছিল। তখন আমাদের প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করতে হয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রলীগের করণীয় বিষয়ে তিনি বলেন, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। ছাত্রলীগ এই উন্নয়ন কাজের অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে।

 

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সরকারের কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরা, ছাত্রসমাজকে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে প্রযুক্তির চর্চায় উৎসাহী করা ছাত্রলীগের দায়িত্ব। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা, ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করাও ছাত্রলীগের দায়িত্ব। দেশ গড়ার কাজে এখন থেকেই আত্মনিয়োগ করুক ছাত্রলীগ।

 

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি