ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নিজেকে জানুন বসে বসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:৪৮, ৬ অক্টোবর ২০১৭

মানুষ চিনতে মনোবিদ কিংবা গোয়েন্দারা অনেক সময় "বডি ল্যাঙ্গুয়েজ" এর সাহায্য নিয়ে থাকেন। কারণ মনোবিদ ও গোয়েন্দাদের মতো প্রতিটি মানুষেরই একটা শরীরি ভাষা আছে, সে ভাষা বুঝতে পারলে সহজেই মানুষের ভেতরের রূপটা চিনতে পারা যায়। মানুষকে চিনবেন কীভাবে, এই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত গোয়েন্দারা একাধিক বই লিখেছেন। সেই সব বইয়ের কোনো কোনোটায় আজব কিছু বিষয়ের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে বসার স্টাইল দেখে মানুষ চেনার উপায় একটি। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি মানুষের বসার ধরণ আলাদা হয়। এও এক ধরনের শারীরি ভাষা। তাই বসার ধরণ বিশ্লেষণ করেও কোনো অচেনা মানুষ কিংবা নিজের সম্পর্কে অনেক কিছু জেনে যাওয়া সম্ভব।

বসার ধরণ ১:

কাউকে যদি এইভাবে বসতে দেখেন, জানবেন তিনি বেজায় দায়িত্বজ্ঞানহীন মানুষ। শুধু তাই নয়, এমন মানুষেরা বিপদ দেখলেই ছুট লাগায়। ছোট হোক কী বড়, কোনো ধরনের সমস্যা সামলানোর ক্ষমতাই এদের থাকে না। এক কথায় এমন মানুষদের মনের জোর খুব কম হয়। সহজ কথায় ভীতুও বলা যেতে পারে। তবে এদের চরিত্রের কিছু দিক বেশ চমকপ্রদও বটে। যেমন, এমন মানুষেরা খুব ক্রিয়েটিভ হন। তাই তো শিল্পী হিসেবে খুব সফল হন।

বসার ধরণ ২

এরা কাল্পনিক মনের অধিকারী হন। অন্য ধরনের নানা ভবনা সারাক্ষণ এদের মাথায় ঘুরপাক খেতে থাকে। হাসি-খুশি থাকার বিষযেও এদের জুড়ি মেলা ভার। তাই তো মন খারাপ করা প্রায় সব কিছু থেকেই দূরে থাকতে ভালোবাসেন এমন মানুষেরা। সহজ কথায় জীবনে কীভাবে বাঁচতে হয়, তা এমন মানুষদের থেকেই জানা উচিত। তাই এমন কাউকে পেয়ে গেলে লেগে থাকুন তার সঙ্গে। আপনার জীবনও আনন্দময় করে তুলবেন তিনি।

বসার ধরণ ৩:

এমনভাবে যারা বসে থাকেন, তারা সাধারণত খুব শৃঙ্খলাপরায়ণ হন। সময়ের কাজ সময়ে করতে খুব ভালবাসেন। সেই সঙ্গে বেশ চুপচাপ থাকতেও পছন্দ করেন।

বসার ধরণ ৪:

জীবন যে খাতেই যাক না কেন, এরা কোনো কিছু নিয়েই বেশি ভাবতে চান না। তাই তো সিদ্ধান্ত নিতে কোনো সময় কষ্ট করতে হয় না। কারণ এদের মন যা বলে, তাই করতেই এমন মানুষেরা ভালবাসেন। তবে এদের চরিত্রের সবথেকে ভালো দিক হল, এমন মানুষের কোনো কিছু নিয়েই তাড়াহুড়ো করেন না। কারণ এরা বিশ্বাস করেন, "ঠিক ঠিক সময়ে ঠিক জিনিস হবে, অযথা তাড়াহুড়ো করে কোনো লাভই হয় না।"

সূত্র : বোল্ডস্কাই। 

 

ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি