ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রেনের বিপক্ষে ২-০ তে হার

নেইমারবিহীন পিএসজির বেহাল দশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ১৩ মে ২০১৮

ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে পিএসজি। আগে দুই ম্যাচে ড্র করার পর গতকাল শনিবার রাতে রেনের কাছে হারতে হয়েছে ঘরের মাঠে খেলতে নামা দলটিকে। মূলত নেইমারবিহীন ছন্নছাড়া আক্রমন ভাগ এই ম্যাচে ছিল একেবারেই নিষ্প্রভ। প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।
গত ২৯ এপ্রিল গ্যাঁগোঁর সঙ্গে ড্রয়ের পর গত রাউন্ডে আমিয়াঁর মাঠ থেকেও ২-২ গোলে ড্র করে ফেরে এমেরির দল।
গত দুই রাউন্ডে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়া পিএসজি শনিবার রাতেও শুরুটা ভালো করতে পারেনি। বল দখলে এগিয়ে থাকা দলটি প্রতিপক্ষের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। স্বাগতিকরা প্রথমার্ধে লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি শট।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফরাসি মিডফিল্ডার বেনজামিনের সফল স্পট কিকে এগিয়ে যায় রেন। চিয়াগো মোত্তা ডি-বক্সে আদ্রিয়াঁকে টেনে ফেলে দিলে পেনাল্টিটি পায় অতিথিরা।
৭১তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে ‘ট্রেবল’জয়ী পিএসজি। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ।
২০১৪ সালের পর প্রথমবারের মতো রেনের কাছে হারল পিএসজি। এবারের লিগে এটা তাদের তৃতীয় পরাজয়।
৩৭ ম্যাচে ২৯ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৯২। লিগ ওয়ানের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি তারা গড়েছিল ২০১৫-১৬ মৌসুমে।
আগামী সপ্তাহে শেষ রাউন্ডে কঁয়ের বিপক্ষে খেলবে পিএসজি।
সূত্র : গোলডটকম।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি