ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

নৈশকোচ থেকে আটক ৭২ রোহিঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১১ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশকোচ থেকে ৭২ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। রোববার দিবাগত রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আটক রোহিঙ্গারা বিভিন্ন কৌশলে ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি অভিযান পরিচালনা করে মোট ৭২ রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি বলেন, আটক রোহিঙ্গাদের কুতুপালংয়ে শরণার্থী শিবিরে পৌঁছে দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মায়ানমারের পুলিশের ওপর হামলা চালানো পরই রাখাইনে সেনা অভিযান শুরু হয়েছে। এর ফলে তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে।

 

আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি