ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পরীক্ষার এক ঘণ্টা আগে বাসভর্তি শিক্ষার্থীর হাতে এসএসসির প্রশ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামের এক স্কুলের পরীক্ষার্থীদের মোবাইল ফোনে পাওয়া গেছে ফাঁস হওয়া প্রশ্ন। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পাওয়া এসএসসির পদার্থ বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন পরীক্ষার আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেছে।

বন্দরনগরীর ওয়াসা মোড়ে পরীক্ষার আগে দাঁড়িয়ে থাকা একটি বাসে পটিয়া আইডিয়াল স্কুলের ৫০ জন পরীক্ষার্থী ছিল। শ্যামলী পরিবহনের সেই বাসটিতে অভিযান চালিয়ে ওই প্রশ্ন পাওয়া যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী।

মুরাদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের পাঁচটি ফোনে পাওয়া পদার্থ বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন মিলে গেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

তিনি জানান, মঙ্গলবার সকালে পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা আগে ওয়াসা মোড়ে একটি বাসে পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখে তাদের সন্দেহ হলে বাসে উঠে দেখতে পান, শিক্ষার্থীরা কোনো কিছু পড়ছে। পরে তাদের তল্লাশি করে বেশ কিছু মোবাইল ফোন পাওয়া যায়। পরে সেসব ফোনে কিছু প্রশ্নের সফট কপি পাই।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান জানান, পরীক্ষা পরিচালনার বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি