ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ১৪ জুন ২০১৮

সিলেট, মৌলভীবাজার ও ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারার পানি আরো বাড়তে পাারে। এরই মধ্যে হবিগঞ্জে খোয়াই নদী বইছে বিপদসীমার উপর দিয়ে।

সাতক্ষীরার আশাশুনিতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। তির পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

দেশের বেশ কয়েকটি এলাকায় নদ-নদীর পানি বাড়ছে। প্লাবিত হচ্ছে নিন্মাঞ্চল।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর পূর্বাভাস বলছে, পাহাড়ি অববাহিকায় নদীর কমেলেও বাড়বে মেঘনা অববাহিকায়। সিলেট বিভাগের তিন নদীর পানিও বাড়বে।

তিনটি নদীর পানি আরো বেড়েছে সিলেট ও মৌলভী বাজারে। অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগরের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

সিলেটে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। অনেকই আশ্রয় নিয়েছে বেড়িবাঁধ, স্কুল, কলেজ ও উঁচু স্থানে।

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহররক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পড়েছে হুমকির মুখে।

ফেনীর ফুলগাজী-পরশুরামের মুহুরি নদীর বেড়িবাঁধের ভাঙ্গনে লয়ে গেছে ১৫ গ্রাম। পানিবন্দি হয়ে আছে অন্তত ১২শ পরিবার।

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে প্লাবতি হয়েছে একটি গ্রাম। কুড়িগ্রামে টানাবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরের বিভিন্ন এলাকায়।

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

ভিডিও: 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি