ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রস্তুতি ম্যাচেও ধরাশায়ী বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:৪৫, ১৩ অক্টোবর ২০১৭

ওয়ানডে সিরিজের আগে ব্লুমফন্টেইনে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে মাশরাফি মুর্তজার দল। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ।

টসে জিতে ব্যাট করতে নেমে ২৫৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। দলে ফেরা সাকিব ৬৭ বলে ৬৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। সাব্বির করেন ৫৪ বলে ৫২ রান।

৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে মূলত ম্যাচে ফেরান সাকিব ও সাব্বির।

২৫৬ রানের লক্ষে খেলতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন এইডেন মার্করাম ‍ও ম্যাথু ব্রিটজে। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশকে উদ্বোধনী জুটিতে এনে দেন ১৪৭ রান। মার্করাম ৮২ ও ব্রিটজে ৭১ রান করেন। শেষদিকে কয়েকটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। এবি ডি ভিলিয়ার্স ৪৩ এবং জেপি ডুমিনি ৩২ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন মাহমুদউল্লাহ রিয়াদ। একটি করে উইকেট মাশরাফি বিন মর্তুজা আর নাসির হোসেনের।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি হবে রোববার কিম্বারলিতে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সূত্র: ক্রিকইনফো।

 

এমআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি