ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রেম করার আগে যা না জানলেই নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১১ জুন ২০১৮

ভালো লাগা থেকেই ভালোবাসার শুরু। কিন্তু ভালোবাসার আগে বা প্রেমে পড়ার আগে ভালোলাগার মানুষটির সম্পর্কে জেনে নিন। কাউকে ভালো লেগে গেছে, কিন্তু তাঁর সাথে আপনার অনুভূতির মিল হবে কিনা ঠিক বুঝতে পারছেন না ? আপনার সঙ্গে তার মিল আছে কি না, তা বুঝতে সাহায্য করতে পারে এমন বিষয়-ই থাকছে আজকের আয়োজনে। 

অনুভূতির আদান-প্রদান
‘‘সারাদিন কী নিয়ে ভেবেছো ?’’ প্রথমবারের আলাপে একে অপরকে এমন প্রশ্ন করলে সাধারণত উত্তর আসে, ‘‘তোমার কথা৷’’ এর পাশাপাশি যদি কেউ বলে সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে কিংবা রাস্তায় আসার পথে কিক্সাচালক বা ট্যাক্সি ড্রাইভাবের ব্যবহার খুব ভালো লেগেছে৷ এসব কথা থেকে কে কতটা কেয়ারিং বা রোমান্টিক তা অন্য জনের বুঝতে সুবিধা হয়৷

যে কারণে আপনি গর্বিত
কেউ গর্বিত তাঁর পেশা নিয়ে, আবার কেউবা কোনো বিপদে কোনো বন্ধুকে বা অসহায় কাউকে সাহায্য করতে পেরে, আবার হয়তো বা কোনো সমস্যার পর আবার মনের জোরে উঠে দাঁড়াতে পারার জন্য৷ আপনার হবু সঙ্গীটি কী নিয়ে গর্বিত তা জেনে নিন৷ সেটাও কিন্তু আপনাকে অপর পক্ষকে বুঝতে বিশেষভাবে সাহায্য করবে৷

ছোটবেলার স্বপ্ন
ছোটবেলায় তুমি কী হতে চেয়েছিলে? এ প্রশ্ন অনেকেই করে থাকেন৷ বর্তমান পেশা নিয়েই সে সন্তুষ্ট কিনা, কিংবা এখনো ছেলেবেলার স্বপ্নের পেশা নিয়ে স্বপ্ন দেখে কিনা এর উত্তরের মধ্য দিয়ে আরেকজনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জেনে নেয়া যায়৷

যে কারণে সে টাকা খরচ করতে দ্বিধা করে না
অনেকেরই থাকে বিশেষ হবি বা শখ৷ কেউ কেউ ঘুরে বেড়াতে পছন্দ করে আবার অনেকেরই রেস্তোরাঁয় খেতে যাওয়া ভীষণ পছন্দ৷ এর মাধ্যমে আপনি জেনে যাবেন, কোন কোন ব্যাপারে আপনার সাথে তাঁর মিল রয়েছে বা ভবিষ্যতে একসাথে সেসব করতে পারবেন কিনা মিলিয়ে নিতে পারবেন৷

কোন বিষয়টি তাঁর মাথায় বেশি ঘুরছে?
তা হতে পারে কোনো পারিবারিক সমস্যা, কিংবা দেশের রাজনৈতিক অবস্থা বা কোনো জটিল বিষয়ে লেখা বই৷ এর উত্তরেও মানুষটি সম্পর্কে খানিকটা জানা যাবে কিন্তু !

জানা বা শেখার আগ্রহ কতটা
কোনো প্ল্যান বা অন্য কিছু করতে বা শিখতে চায় কিনা তা কৌশলে আপনার ভালোলাগা মানুষটির কাছ থেকে জেনে নিন৷ এর উত্তরে বোঝা যাবে মানুষটি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে কতটা আগ্রহী৷ কারণ, জীবনসঙ্গী কিংবা পার্টনার রুটিনমাফিক জীবন থেকে বেরিয়ে মাঝে-মধ্যে অন্য কিছু করতে পছন্দ করলে তা অন্যকেও প্রেরণা জোগাতে পারে বৈকি !

কতটা স্বাস্থ্য সচেতন
ফিটনেস স্টুডিওতে গেলে বা খেলাধুলা করলেই কিন্তু মানুষকে সার্বিক অর্থে স্বাস্থ্য সচেতন বলা যায় না৷ খানিকক্ষণ একসাথে থাকুন, খাওয়া-দাওয়া করুন৷ আর অবশ্যই লক্ষ্য রাখুন, অপর পক্ষ কী অর্ডার দেয়৷

সবচেয়ে ভালোলাগা বিষয়
নিজের ভালো লাগার সাথে অপর পক্ষের ভালোলাগার বিষয়ও কিছুটা মিলিয়ে নেয়া দরকার৷ ভাবিষ্যতে ছুটি কাটানো, ছোট ছোট নানা প্রশ্নের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যেতে পারে৷ সুন্দরভাবে প্রশ্ন করার মধ্য দিয়েই পেয়ে যাবেন সেসব৷ আর সেসবই ভবিষ্যতের যুগলজীবনকে সুন্দর ও মধুময় করতে পারে৷ এই পরামর্শগুলো দিয়েছেন পরিবার ও জীবনসঙ্গী বিষয়ক বিশেষজ্ঞ এরিক হেগমান৷

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি