ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ফিফার র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ১০:২৫, ১১ আগস্ট ২০১৭

জার্মানিকে সরিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছে ব্রাজিল। এক মাসের ব্যবধানে কনফেডারেশন্স কাপ জয়ী জার্মানিকে টপকালো ব্রাজিল। এক ধাপ নিচে নেমে জার্মানির অবস্থান এখন দ্বিতীয়। আর তৃতীয় স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

এক ধাপ এগিয়ে ১৯৯৩ সালের অগাস্টের পর সর্বোচ্চ অবস্থান চতুর্থ স্থানে আছে সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ড।

দল দুটির উন্নতিতে দুই ধাপ অবনমন হয়েছে কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়া পর্তুগালের। ইউরোপ সেরা দলটির অবস্থান ষষ্ঠ। অবস্থানে উন্নতি-অবনতি কোনোটাই হয়নি কনফেডারেশন্স কাপের রানার্স-আপ চিলির। যথারীতি সপ্তম স্থানে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

কলম্বিয়ার অবস্থান অষ্টম। আর  এক ধাপ এগিয়ে নবম স্থানে বেলজিয়াম। তবে এক ধাপ পিছিয়ে দশম স্থানে অবস্থান করছে করিম বেঞ্জামোর ফ্রান্স।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি