ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বক্তব্য ‘মিসকোট’ না করার আহ্বান প্রধান বিচারপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:১২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বক্তব্য ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন নামক  আইন বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।   

প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন,‘‘আপনাদের কাছে আমার একটা আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনও ‘ইয়ে’ করি না। আপনারা আমাকে অনেক ‘ইয়ে’ করছেন। কিন্তু একটুও মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ে’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’’

তিনি আরো বলেন, ‘আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনও কিছু বলা সম্ভব না। তবে বিচারক হিসেবে কোনও মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কি কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা (উদ্ধৃত) করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে। এটা একটু খেয়াল করবেন।’

 

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি