ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বন্যার্তদের সহযোগিতায় ঢাবির চলচ্চিত্র সংসদের প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২৭ আগস্ট ২০১৭

বন্যার্তদের সাহায্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গঠিত হয় `বন্যার্তদের পাশে আমরা`।

অনুষ্ঠানের শেষ দিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘ফিল্ম ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে মোট তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ফখরুল আরেফিন খান পরিচালতি `ভুবন মাঝি`, অনিমেষ আইচ পরিচালিত `ভয়ংকর সুন্দর` এবং সদ্য প্রয়াত কিংবদন্তী অভিনেতা রাজ্জাক অভিনীত চলচ্চিত্র `পীচ ঢালা পথ`। চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আয়োজকেরা সন্তোষ প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ- এর সভাপতি এস এম আরিফ শোভন বলেন, আর্ত মানবতার পাশে অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এগিয়ে এসেছে। সে ধারাবাহিতা বজায় রাখতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি