ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাজারে আসছে গুগলের ‘স্মার্ট স্পিকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪৯, ৬ অক্টোবর ২০১৭

স্মার্টফোনের মাধ্যমে আঙুলের ছোঁয়াতেই পুরো দুনিয়া এখন হাতের মুঠোয়এ জন্য দিন দিন বেড়েই চলেছে স্মার্টফোনের ব্যবহার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, দেশে মোট মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে

মোবাইল ফোনের ব্যবহারকে আরও জনপ্রিয় ও সহজ করতে প্রযুক্তি কোম্পানিগুলোর বাড়ছে প্রতিযোগিতা। আনছে নতুন নতুন সব সুবিধা। এর মধ্যে অ্যাপলের সিরি, উইন্ডোজের কোর্টানা এখন যথেষ্টই জনপ্রিয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এবার সেই কাজ করা যাবে স্মার্ট স্পিকারে।

বুধবার গুগল তার হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টে গুগল হোম মিনি এবং গুগল হোম ম্যাক্স লঞ্চ করেছে। গুগল হোম এর তুলনায় গুগল হোম ম্যাক্স বড় স্পিকার। এটাকে ২০ গুণ বেশি শক্তিশালী করা হয়েছে।

গুগল ভয়েস মেইল এবং হ্যান্ডস ফ্রি কলিং এর মত বৈশিষ্ট্য আছে এই স্পিকারে। নতুন গুগল হোম ম্যাক্স স্পিকারের বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এটি কিনলে আপনি পাবেন ১২ মাসের জন্য ইউটিউব রেড ফ্রি।

৪.৫ ইঞ্চি উফার আছে এটিতে। পাশাপাশি গুগুল হোম এর মাধ্যমে ফ্রি কল করা যাবে। এর ফলে আপনি স্পিকারের সাহায্যেই কথা বলতে পারবেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি