ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন কে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৭ জুন ২০১৮ | আপডেট: ১৮:০৯, ১০ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। ফুটবল প্রেমীদের মনে নানা উত্তেজনা বিরাজ করছে। সময় যতো ঘনিয়ে আসছে, দর্শকদের উম্মাদনাও তত বড়ছে। এবার একটু নজর দিবো বিশ্বকাপের অতীতের দিকে। চলুন জেনে নিই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন কে?

এই তালিকার দিকে তাকালে দেখা যায়, পেলে-ম্যারাডোনার মতো অনেক বহুল আলোচিত তারকার নাম আসছে বেশ পেছনের দিকে।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার গোল সংখ্যা ১৬টি।

দ্বিতীয় স্থানে আছেন ২০০২ সালের সেই ন্যাড়ামাথা ব্রাজিলিয়ান রোনাল্ডো। তিনি বিশ্বকাপে গোল করেছেন মোট ১৫টি।

তৃতীয় স্থানে আছেন, পশ্চিম জার্মানির গের্ড মুলার। তার গোল সংখ্যা ১৪টি। আর চতুর্থ স্থানে ফ্রান্সের জুস্ত ফঁতেইন। তার গোল সংখ্যা ১৩টি। পঞ্চম স্থানে আছেন ব্রাজিলের পেলে। তার গোল সংখ্যা ১২টি। এছাড়া আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ গোল ৮টি।

আর এবারে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলও করেছেন জার্মানীর ফুটবলার টমাস মুলার। তিনি একজন স্ট্রাইকার। তার গোল সংখ্যা ১০টি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি