ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট-স্যুভেনির প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১৪:০৫, ১৪ জুন ২০১৮

বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ ক্রীড়ামোদিরা। এ উপলক্ষে চারটি স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ফুটবলে আমরা পিছিয়ে থাকলেও ক্রিকেটে এগিয়ে আছি। আশা করছি আগামীতে ফুটবলেও আমরা বিশ্বকাপে যাব।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিটি ১০ টাকা মূল্যমানের ৪টি ডাকটিকেট, প্রতিটি ৫০ টাকা মূল্যমানের ২টি স্যুভেনির শীট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করে। এজন্য একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
ডাক টিকেট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বৃহস্পতিবার থেকে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি হচ্ছে।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি