ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মার্কিন নিষেধাজ্ঞা আটকাতে ইইউর আইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ১৭ মে ২০১৮

তেহরানের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আটকাতে ইউরোপীয় ইউনিয়ন একটি আইন পাশ করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ইউরোপীয় কোনো কোম্পানি যাতে তেহরানের ওপর কোনো পদক্ষেপ না নেয়, সে জন্যই আইনটি পাশ করা হচ্ছে বলে জানা গেছে।

এ ছাড়া এই আইনের আওতায়, যুক্তরাষ্ট্রকে যাতে ওই কোম্পানিগুলো কোনো ধরণের সহায়তা করতে না পারে সে দিকটিও চুক্তিতে আনা হচ্ছে।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ও দেশটির ওপর নতুন করে দেওয়া নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এই আইন পাশ হতে যাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবল থেকে ওই কোম্পানিগুলোকে বাঁচাতে এবং কোম্পানিগুলো যাতে তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে সেজন্যই আইনটি পাশ করা হচ্ছে।’

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি