ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মার্কিন বিমান ঘাঁটিতে হামলার হুমকি উ. কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৯ আগস্ট ২০১৭

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।


যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ং ফের পারমাণবিক হামলার হুমকি দিলে সমুচিত জবাব দেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘন্টা পর পাল্টা হুমকি দিল উত্তর কোরিয়া। এই বিবৃতির পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাটি হিসেবে পরিচিত গুয়ামে মাঝারি থেকে দূর পাল্লার রকেট নিক্ষেপ করার পরিকল্পনা করছে পিয়ংইয়ং।


এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই এমন ক্ষুদ্রকায় পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে সমর্থ হয়েছে, যা কোনো ক্ষেপণাস্ত্রের ভেতরে বসিয়ে সেটিকে কার্যকর করা সম্ভব হবে। খবরটি সঠিক হলে, উত্তর কোরিয়া সত্যি পরমাণু অস্ত্র গড়ে তুলেছে এবং ধারণার চেয়ে দ্রুত গতিতে তারা যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে পারবে। ওই প্রতিবেদনের সূত্র ধরে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন।


এদিকে, মাত্র দুদিন আগেই উত্তর কোরিয়ার ওপরে নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা দেয়ার অনুমোদন দিয়েছে জাতিসংঘ। সূত্র: বিবিসি।

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি