ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে ঈদ করতে দেশ ছাড়লেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১২ জুন ২০১৮ | আপডেট: ১১:৩১, ১৩ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রে ঈদ-উল-ফিতর উদযাপন করতে সোমবার দিবাগত রাত পৌনে দুইটায় ঢাকা ছেড়েছেন সাকিব। সঙ্গে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলায়না হাসান অউব্রে।  সাকিবের স্ত্রী শিশিরের পরিবার আমেরিকা নিবাসী।

বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন।

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে যুক্তরাষ্ট্রে এবং সেখান থেকেই দেশে ফিরবে টাইগাররা। সেটাই হবে শেষ গন্তব্য। তাই রুট পাল্টে আগে যুক্তরাষ্ট্র হয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ যাবে জাতীয় দলের বহর। আর তখনই সাকিব দলের সঙ্গে মিশে যাবেন।

এদিকে সাকিবের দেশত্যাগের পর ঈদের ছুটি শেষে অন্তত দুদিন (২০-২১ জুন) জাতীয় দল নতুন কোচ স্টিভ রোডসের অধীনে অনুশীলন করবে। সেই অনুশীলন শেষে একদিন বিশ্রাম। তারপরই ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে পাড়ি জমাবে বাংলাদেশ দল। তার মানে, দেশের মাটিতে নতুন কোচের অধীনে অনুশীলন করা হবে না সাকিবের।

একনজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি-

টেস্ট সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু

প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ জুন অ্যান্টিগা

প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা

ওয়ানডে সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু

প্রস্তুতি ১৯ জুলাই জ্যামাইকা

প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা

দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা

তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু

প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস

দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি