ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

যে কারণে ইরান-ইরাকে ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৪ নভেম্বর ২০১৭

ইরান ও ইরাকে গতকাল আঘাতহানা স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের কারণ হিসেবে গবেষকরা বলছেন, ইরান ও ইরাকের ওই অঞ্চলটির অবস্থান ফল্ট লাইনে (যে রেখা দুটি প্লেটকে বিভক্ত করে) হওয়ায় বারবার ভূমিকম্পের শিকার হচ্ছে এলাকাটি।

হালাবজা এলাকাটি দেড় হাজার কিলোমিটার ফল্ট লাইনের উপর অবস্থিত। এ রেখাটি আরাবিয়ান টেকনিক্যাল প্লেটকে ইউরেশিয়ান টেকনিক্যাল প্লেট থেকে পৃথক করেছে। এছাড়া, লাইনটি ইরানের পশ্চিমাঞ্চল থেকে ইরাকের উত্তর-পূর্বাঞ্চল পর্য্ন্ত বিস্তৃত।

ব্যপক ক্ষয়ক্ষতির কারণ হিসেবে গবেষকরা বলছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ওই রেখার খুব কাছাকাছি হওয়ায় ধ্বংস নেমে আসে এলাকাগুলোতে। উল্লেখ্য, গতসোমবার ইরান-ইরাক সীমান্তে পরপর ছয়টি ভূমিকম্পে ৪শ’র বেশি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

এর আগে, ২০১২ সালে পরপর দুই ভূমিকম্পে ২০০ জন নিহত হন । আহত হন আরও দুই হাজার জন।

এর আগে ২০০৩ সালে ইরানে শক্তিশালী ভূমিকম্পে ২৬ হাজার নাগরিক নিহত হন। আহত হন এক লক্ষাধিকেরও বেশি মানুষ। ২০০৫ সালে আরেক ভূমিকম্পে ৬০০ জন নিহত হয়েছিল। জানা যায়, প্রতিটি ভূমিকম্পই এই টেকনিক্যাল প্লেট এলাকায় ঘটেছে।

এমজে/এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি