ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

রাষ্ট্রীয়ভাবে কবিগুরুর ১৫৬তম জন্মজয়ন্তীর আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৮ মে ২০১৭ | আপডেট: ১৪:৫২, ২৯ মে ২০১৭

কবিগুরুর ১৫৬তম জন্মজয়ন্তী উৎসবের জন্য প্রস্তুত নওগাঁর পতিসর। এ’বছর রাষ্ট্রীয়ভাবে কবির জন্মজয়ন্তী আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়। এরিমধ্যে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন কাচারি বাড়িতে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর জন্মদিন উপলক্ষে তিন দিনের রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। সকালে কাচারিবাড়ি অডিটোরিয়ামে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে রবীন্দ্র স্মৃতি বিজোড়িত কুঠিবাড়ির স্থায়ী মঞ্চে শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি