ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রোগীর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

প্রকাশিত : ১৭:৩২, ১১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৩৫, ১১ জানুয়ারি ২০১৮

বরিশালের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছেন, রোগী রোকসানা বেগমের পেটে গজ থাকায় নাড়ীতে পচন ধরে। তবে অভিযুক্ত চিকিৎসক সারফুজ্জামান বিষয়টি মিথ্যা দাবি করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
রোকসানা বেগমের অভিযোগ, ২০১৬ সালের সেপ্টেম্বরে অ্যাপেনডিক্সের ব্যথা নিয়ে বরিশালের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন বরগুনার স্কুল শিক্ষিকা রোকসানা পারভীন।
কয়েকদিন পর অধ্যাপক ডাক্তার সারফুজ্জামান রুবেল তার অস্ত্রোপচার করেন। কিন্তু পেটের ভেতর গজ রেখেই সেলাই করে দেন তিনি। দিন কয়েক পর পেটের ব্যথায় নিস্তেজ হয়ে পড়েন রোকসানা। এক বছরে বেশ কয়েকবার অধ্যাপক সারফুজ্জামানের কাছে চিকিৎসা নিলেও ফল মেলেনি।
একপর্যায়ে রোকসানাকে রাজধানীর মিরপুরের বিআইএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার পর ডাক্তাররা বুঝতে পারেন তার পেটে গজ আছে। একাধিক অস্ত্রপচারে বের করা হয় গজ।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার সারফুজ্জামানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
/ এআর /




Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি