ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৩ জানুয়ারি ২০১৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ডে এক রোহিঙ্গা পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁবুতে লাগা আগুনে দগ্ধ হয় ওই রোহিঙ্গা পরিবারের মা ও তিন শিশু। পরে শুক্রবার বিকেলে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মৃতরা হলেন- মিয়ানমারের নাগরিক আব্দুর রহিমের স্ত্রী নুরবাহার (৩০) ও তার ছেলে আমির শরীফ (৮), মেয়ে দিলবিবি (৬) ও দেড় বছর বয়সী আসমা খাতুন।

উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একটি ট্রানজিট ক্যাম্প খোলা আছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁবুর ভেতরে রান্না করার সময় তাতে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হন চারজন। তাদের উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসের শেষের দিকে মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা পালিয়ে এস বাংলাদেশে আশ্রয় নেয়।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি