ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সালাহ বছরের সেরা আবিষ্কার : রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১৩:৪৩, ১৩ জুন ২০১৮

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করছেন রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর বনাম পর্তুগাল হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। তবে তাঁর ইঙ্গিত, মোহাম্মদ সালাহ খেললেই একমাত্র সেটা হতে পারে।
আরও এক ধাপ এগিয়ে তিনি মনে করছেন, রাশিয়ায় সালাহ স্বমহিমায় থাকলে আগামী দিনে তাঁর এবং লিওনেল মেসির ব্যালন ডি’ওর পাওয়ার ব্যাপারে একাধিপত্যও শেষ হয়ে যেতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ালের এ তারকা ফরোয়ার্ড বলেন,‘সন্দেহ নেই, মোহাম্মদ সালাহ বছরের সেরা আবিষ্কার। আশা করি কিয়েভে ফাইনালে চোটটা বিশ্বকাপে ওর খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। অনেকেই বলেন, ব্যালন ডি’ওর-টা শুধু আমি বা মেসিই জিতব। কিন্তু এখন অনেকেই আমাদের চ্যালেঞ্জ জানাতে চলে এসেছে। সালাহ অবশ্যই তাদের এক জন।’
শুক্রবার রাতে, পর্তুগাল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে স্পেনের বিরুদ্ধে। এই ম্যাচের ফল যাই হোক, রোনাল্ডোদের নক আউট পর্যায়ে না যাওয়ার কোনও কারণ নেই। কারণ স্পেন বাদে গ্রুপে তাদের লড়াই মরক্কো আর ইরানের সঙ্গে।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি