ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সাড়ে তিন হাজার টন বালির প্রাসাদ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪৬, ৬ অক্টোবর ২০১৭

প্রাসাদ বালির তৈরি ! তাও আবার ১৬.৬৮ মিটার (৫৪.৭২ ফুট) লম্বা । কি অবাক হচ্ছেন? হ্যাঁ এরকমই একটি প্রাসাদ জার্মানির ডুইসবর্গে তৈরি করেছেন ১৯ জন ভাস্কর। এই কাজে অর্থ সহায়তা দিয়েছে জার্মানির একটি ট্রাভেল অপারেটর কোম্পানি।

সাড়ে তিন মাস ধরে এই প্রাসাদ নির্মাণ করতে প্রায় তিন হাজার ৫০০ টন বালি লেগেছে। নিজেদের এই বিশাল প্রাসাদের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠানোই ছিল ট্রাভেল অপারেটর কোম্পানি আর নির্মাণশিল্পীদের উদ্দেশ্য।

গিনেস বুক অব ওয়ার্ল্ডের প্রতিনিধি জ্যাক ব্রোকব্যাংক বিশাল এই প্রাসাদকে বিশ্বের সবচেয়ে বড় বালির প্রাসাদ বলে স্বীকৃতি দিয়েছে।

বছরের গোড়ার দিকে ভারতে বানানো ১৪.৮৪ মিটার লম্বা এক বালুর প্রাসাদের রেকর্ড ভেঙে দিয়েছে এ প্রাসাদটি ।

বালুর প্রাসাদটিকে সাজানো হয়েছে অ্যাথেন্সের অ্যাক্রোপোলিস, বার্সেলোনার সাগ্রেদা ফ্যামিলিয়া, পিসার হেলানো স্তম্ভ নামক পৃথিবীর বিখ্যাত স্থাপত্য দিয়ে । 

পর্যটকদের জন্য সেপ্টেম্বরের প্রায় পুরো সময়টাই রেখে দেওয়া হবে এ প্রাসাদ।

/এম/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি