ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সিআইপি কার্ড গ্রহণ করলেন হাসান আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১৪ নভেম্বর ২০১৭

কাঁচাপাট রপ্তানি বাণিজ্যে অসামন্য অবদান রাখায় সিআইপি-২০১৪ নির্বাচিত হলেন পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাত থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি।   

২০১৪ সালে রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বে থাকার কারণে ১৬৪ ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মনোনীত করেছে সরকার। সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। সিআইপি কার্ডধারীরা ব্যবসায়-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাছাড়া বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারেরও সুবিধা পাবেন।

হাসান আহমেদ ছাড়াও পাট জাতীয় পণ্য খাতে সিআইপি কার্ড পেয়েছেন মোহাম্মদ শাহজাহান, শেখ নাসির উদ্দিন, নাজমুল হক, মাহমুদুল হক ও মো. হুমায়ুন কবির।

 

/ডিডি/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি