ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিরিয়া গৃহযুদ্ধ: কার দখলে কোন অঞ্চল?    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৮ আগস্ট ২০১৮

সিরিয়ায় গত সাত বছর তথা ২০১১ সালের মার্চ থেকে চলমান গৃহযুদ্ধে চার লক্ষ ৬৫ হাজার লোক নিহত হয়েছে। আহত হয়েছে দশ লাখের বেশি মানুষ। একই ঘটনায় প্রায় এক কোটি ২০ লাখ মানুষ উদ্ভাস্তু হয়েছে।   

সম্প্রতি বাশার আল-আসাদ সরকার বিদ্রোহীদের অনেক এলাকাই নিজের দখলে আনতে সক্ষম হয়েছেন।

চলতি বছরের এপ্রিলে পূর্ব গোতা শহরে বাশার-আল আসাদ সরকার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এর ফলে এক হাজার লোক নিহত হয়। নিহতদের মধ্যে শিশু ও নারী যথাক্রমে ২১৫ জন এবং ১৪৫ জন।

এর মধ্যে ১২ এপ্রিল সিরিয়া সেনাবাহিনী ও মিত্র রাশিয়ার মিলিটারি পুলিশের সাথে বিদ্রোহীরা এক ঐক্যমতে পৌঁছে। এর ভিত্তিতে পূর্ব ঘোটা শহর থেকে বিদ্রোহিদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। 

এই চলমান গৃহযুদ্ধে দামাস্কাস, হোমস, হামা, আলেপ্পো, লাটাকিয়া, টারটুস, পালমিরা এবং আরবো কামাল শহরে সিরিয়ার আসাদ সরকারের দখলে রয়েছে।     

ফ্রি সিরিয়ান আর্মি (এফসিএ)-এর সদস্যরা সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশ তাদের দখলে আনতে সক্ষম হন। তারা মূলত ইদলিব প্রদেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

কুর্দিরা রাক্কা, কামিশলি এবং হাসাকাহ অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।  

ইসলামিক স্টেট অব ইরাক এবং দ্যা লেভ্যান্ট (আইএসআইএল) যা আইএসআইএস নামে পরিচিত। তারা আলবু কামাল অঞ্চলের কিছু অংশ তাদের দখলে রেখেছে। 

সূত্র: আল-জাজিরা

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি