ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সিরীয় সংকট নিয়ে ট্রাম্প-এরদোগান ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১২ এপ্রিল ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের টেলিফোন-সংলাপ হয়েছে। সিরীয় সংকট নিয়ে তাদের মধ্যে বুধবার রাতে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।   

তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা জানান, ডোনাল্ড ট্রাম্প ও এরদোগান সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।   

এদিকে, দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের বিষয়টি হোয়াইট হাউস পরে নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন। তারা সিরীয় পরিস্থিতি নিয়ে  আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে রাজি হয়েছেন।

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করায় সম্প্রতি রাশিয়াকে সতর্ক করেন ট্রাম্প। এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প-এরদোগানের ফোনালাপ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: এএফপি, বিবিসি।

এসএইচ/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি