ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৭, ১৪ আগস্ট ২০১৭

ছবি : সংগৃহিত

ছবি : সংগৃহিত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এক নারীসহ বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে এ নিয়ে এবার হজে গিয়ে ১২ বাংলাদেশির মৃত্যু হলো

সংশ্লিষ্টরা জানান, মক্কা ও মদিনায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে এই তিন জন মারা যান।

এর মধ্যে শনিবার ভোর রাতে মদিনার আল মুনাওয়ারায় মারা যান চাঁদপুর সদর উপজেলার মো. আবু জাফর (৬১)। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবু জাফর। তাঁর পাসপোর্ট নম্বর বিএল ০৯৩০৮১৭, আর হজযাত্রী নম্বর ০০৯৮২৩৫।

মক্কায় শুক্রবার সকালে শরিফা বেগম (৫৬) নামে এক নারী হজ যাত্রী মারা যান। ঢাকার আশকোনার দক্ষিণখানের বাসিন্দা শরিফা বেগমের পাসপোর্ট নম্বর বিএম ০৬৮৬৫৭১, আর হজযাত্রী নম্বর ০৭৯৩০৩৮।

এর আগে আগের বৃহস্পতিবার রাতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান (৬১) মারা যান।

খেলাফত মজলিসের নেতা আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে মারা যান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার পাসর্পোট নম্বর বিএম ০৬৬৮৯৪৯; আর হজযাত্রী নম্বর ১০৬৪০৭৬।

চলতি বছর গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৩ হাজার ১৭৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি